Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কিশোরগঞ্জ ডাক পরিবারের পারিবারিক মিলনমেলা, ২০২৩
Details

গত ১১.০২.২০২৩ তারিখে কিশোরগন্জ ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারিগণের পরিবারের এক মিলন মেলা অনুষ্ঠিত হয় উবাই পার্ক, কিশোরগন্জে। উক্ত মিলনমেলায় কেন্দ্রীয় সার্কেলের মাননীয় পোস্টমাস্টার জেনারেল জনাব মোঃ ফরিদ আহমেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালেয়র মাননীয় উপসচিব ও কিশোরগন্জ পোস্টাল বিভাগের প্রাক্তন ডিপিএমজি জনাব এ এস এম ফজলুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপসচিব ও কিশোরগন্জ পোস্টাল বিভাগের প্রাক্তন ডিপিএমজি জনাব কাজী কামরুল আহছান, কেন্দীয় সার্কেলের অতিরিক্ত পিএমজি ও কিশোরগন্জ পোস্টাল বিভাগের প্রাক্তন ডিপিএমজি জনাব আল মাহবুব, কুমিল্লা পোস্টাল বিভাগের মাননীয় ডিপিএমজি জনাব মুহাম্মদ মোজাম্মেল হক, ময়মনসিংহ পোস্টাল বিভাগের মাননীয় ডিপিএমজি জনাব সন্জিত চন্দ্র পন্ডিত, কিশোরগন্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার কাম সহকারী পোস্টমাস্টার জেনারেল জনাব তাহমিনা মমতাজ উপস্থিত ছিলেন। কর্মকর্তাগণের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আকর্ষনীয় করে তুলেছিল। কিশোরগন্জ পোস্টাল বিভাগের ২০০ কর্মীর রেজিস্ট্রেশনে তাদের পরিবার পরিজনসহ মোট ৭৫০+ মানুষের আয়োজনে অনুষ্ঠানটি প্রকৃতই সবার পরিবারের মিলনমেলায় পরিণত হয়েছিল। বিশেষ করে অনেক সহকর্মী তার বয়স্ক মা ও প্রায় সকল সহকর্মী তাদের স্ত্রী ও ছেলে মেয়ে সহ অংশগ্রহণ করায় এটি সকলের সকলকে চেনা জানার এক দারুন সুযোগ সৃষ্টি করেছিল। প্রাক্তন ডিপিএমজিগণ অংশগ্রহণ করায় অনেকদিন পর পুরোন দিনের সহকর্মীগণের দেখা পেয়ে কর্মকর্তা কর্মচারীগণ ছিলেন আবেগাপ্লুত। দিনব্যাপি এ আয়োজনে বাচ্চাদের চকলেট দৌড়, মেয়েদের মার্বেলসহ চামুচ দৌড়, ছেলেদের মোরগ লড়াই, রানার, প্যাকার, পোস্টম্যানসহ সকল চতুর্থ শ্রেণী কর্মীর বস্তা দৌড়, পরিদর্শক, পোস্টমাস্টার ও অপারেটরগণের ঝুড়িতে বল নিক্ষেপ, মহিলাদের বালিশ বদল খেলা, ভাবীদের দড়ি টান, অফিসারদের হাড়িভাঙ্গা খেলায় দিনটি চোখের পলকেই অতিবাহিত হয়ে যায়। ”ফান বক্স” মজার খেলার চটুলতায় সহকর্মীগণের মাঝে দারুন হাস্যরসের সৃষ্টি করে। বিভিন্ন খেলায় বিজয়ীগণ ও সর্বশেষ রেফেল ড্র এর আকর্ষণীয় পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটিতে হাওর এর দুর্গম অস্টগ্রাম, ইটনা, মিঠামইনের দূরবর্তী জায়গা, কিশোরগন্জ জেলার শেষপর্যন্ত ভৈরব হতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আঠারবাড়িসহ দূরদুরান্ত হতে পরিবারসমেত যোগদান করে। সকলের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছে। এ দিনের সুখ স্মৃতি সারাবছর সকলকে আরও উদ্দীপনা যোগাবে ও কর্মস্পৃহা বাড়াবে।

Attachments
Publish Date
12/02/2023
Archieve Date
31/01/2026