মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটাকার্ড অবমুক্ত করেছেন। তিনি শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়। অনুষ্ঠানে আরও জানানো হয়, মুক্তিযুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালের ২৯ জুলাই ডাক বিভাগ প্রকাশিত বাংলাদেশের প্রথম আটটি স্মারক ডাকটিকেট এদিন আবার অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ সালাউদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান বিপিএএ এবং জনাব তরুন কান্তি সিকদার, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), ডাক অধিদপ্তর, ঢাকা উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS