শিরোনাম
কিশোরগঞ্জ পোস্টাল বিভাগে বৃক্ষরোপণ, ২০২২ উদযাপন
বিস্তারিত
২৩শে আগষ্ট, ২০২২ তারিখে কিশোরগঞ্জ পোস্টাল বিভাগে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়। অত্র বিভাগের অধীণ সকল উপজেলা ও উপ-ডাকঘরে একই দিনে একই সময়ে একযোগে দুটি করে গাছের চারা রোপণ করা হয়। সব অফিসেই কমপক্ষে একটি ঔষধি গোত্রের দেশী জাত নিম ও একটি ফুলের গাছ রোপণ করা হয়। যেসব অফিসে নিজস্ব জায়গা নেই সেসব অফিসে টবে গাছ লাগানো হয়। বিভাগীয় অফিসসহ মোট ১৯টি ডাকঘরে এ কর্মসুচী সফলভাবে সম্পন্ন করা হয়।