ডিজিটাল ডাকঘরসমূহ ডাক সেবার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রামীণ জনসাধারণের মধ্যে প্রান্তিক পর্যায়ের তরুণ প্রজন্মকে বিশেষত আগামী প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জনে ভুমিকা রাখছে। এছাড়াও ই-কমার্স, ডাক জীবন বীমা সেবা গ্রাম পর্যায়ে সহজলভ্য করার জন্য ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তাগণ নিরলস কাজ করে যাচ্ছেন। অনলাইন বিভিন্ন আবেদন দাখিল করা, ছবি প্রিন্ট, ফ্রি ল্যান্সিং ও সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যম সম্পর্কে জ্ঞান লাভসহ শহরের অনেক সেবা গ্রামীণ পর্যায়ে নিশ্চিত করার কাজে ডিজিটাল ডাকঘরসমূহ নিয়োজিত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস