গত ২৪শে এপ্রিল, ২০২২ তারিখে জারীকৃত গেজেটে ডাক অধিদপ্তর দেশীয় (অভ্যন্তরীণ) সাধারণ/রেজিস্টার্ড পত্র, পার্সেল, জিইপি (Guaranteed Express Post), এডি (Acknowledgement of Delivery) এবং বিদেশী পত্রসহ অন্যান্য ডাক সার্ভিস এর ডাক মাশুল পুন:নিধারণ করা হয়েছে। এতে ডাক মাশুল উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে। রেজিস্ট্রি পত্র মাত্র ৮/- টাকা, জিইপি পত্র মাত্র ১০/- টাকা ও পার্সেল এর মাশুল প্রতি কেজি ১০/- টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়াও বিদেশী পত্রের মাশুলও সুলভ হার নিশ্চিত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস