গত ১৮.০২.২০২৩ তারিখে কিশোরগঞ্জ পোস্টাল বিভাগ ও ময়মনসিংহ পোস্টাল বিভাগের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ ময়মনসিংহ পোস্টাল বিভাগের আয়োজনে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে কিশোরগন্জ পোস্টাল বিভাগ ময়মনসিংহ পোস্টাল বিভাগকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে। উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক বিভাগের সুযোগ্য মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ হারুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম শাহাব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস), ডাক অধিদপ্তর, ঢাকা। আরো উপস্থিত ছিলেন জনাব অসিত কুমার শীল, অধ্যক্ষ, পোস্টাল একাডেমি, রাজশাহী, জনাব আল মাহবুব, অতিরিক্ত পিএমজি কেন্দ্রীয় সার্কেল, ঢাকা, জনাব মাহফুজুর রহমান, প্রশিক্ষক, পোস্টাল একাডেমী, রাজশাহী সংযুক্ত ডাক অধিদপ্তর, ঢাকা, জনাব মোঃ সাহেদুজ্জামান সরকার, ডিপিএমজি কিশোরগঞ্জ পোস্টাল বিভাগ ও জনাব রাশিদা ইয়াসমিন, বিশেষ শিশু শিক্ষক ও সহধর্মিনী, ডিপিএমজি, কিশোরগন্জ পোস্টাল বিভাগ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণসহ খেলোয়াড়গণকে প্রীতি ম্যাচের আয়োজক ময়মনসিংহ পোস্টাল বিভাগের ডিপিএমজি জনাব সন্জিত চন্দ্র পন্ডিত কর্তৃক ফুল দিয়ে বরণ করার পর মাননীয় প্রধান অতিথি বেলুন উড়ানোর মাধ্যমে ম্যাচটির উদ্ভোধন করেন। মহাপরিচালক মহোদয় উভয় দলের খেলোয়াড়গণের সাথে ফটোসেশনে অংশগ্রহণের পর নিজেও প্রতিকী ব্যাটিং এর মাধ্যমে উভয় দলের খেলোয়াড়গণকে উৎসাহ প্রদান করেন। ম্যাচে আম্পায়ারের অনবদ্য ভূমিকা পালন করেন জনাব মোনাসিব করিম, পরিদর্শক, মোহনগঞ্জ উপ-বিভাগ। খেলার শুরুতে ময়মনসিংহ পোস্টাল বিভাগ টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে ও কিশোরগন্জ পোস্টাল বিভাগের বোলারদের আটোসাটো বোলিং এর কারণে ১৬ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৮৪ রান সংগ্রহ করে। কিশোরগন্জ পোস্টাল বিভাগের বোলারগণ চমৎকার বোলিং নৈপুন্য প্রদর্শন করে বিপক্ষ দলের উইকেট নিয়মিত বিরতিতে সংগ্রহ করে। ময়মনসিংহ পোস্টাল বিভাগের অধিনায়ক ডিপিএমজি জনাব সন্জিত চন্দ্র পন্ডিত ও সহখেলোয়াড় খালেদের দারুন ব্যাটিং ম্যাচটিকে আকর্ষণীয় করে তুলে। জবাবে কিশোরগন্জ পোস্টাল বিভাগ মাত্র ১ উইকেটের বিনিময়ে ৮৫ রান সংগ্রহ করে। ওপেনিং ব্যাটসম্যান রাজীব ও নজরুল চমৎকার ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করে। পরবর্তীতে মাহবুবের আক্রমনাত্মক ব্যাটিং এ মাত্র ১০ ওভারেই কিশোরগন্জ পোস্টাল বিভাগ বিজয় নিশ্চিত করে। কিশোরগন্জ পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জনাব মোঃ সাহেদুজ্জামান সরকার ব্যাটিং এ নেমে বিজয় নিশ্চিত করা রানটি সংগ্রহ করেন ও এর মাধ্যমে ম্যাচটির সমাপ্তি ঘটে। ময়মনসিংহ, কিশোরগন্জ ও সুদূর বান্দরবান পোস্টাল বিভাগের বিভিন্ন পর্যায়ের সহকর্মীগণ ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়গণকে উজ্জীবিত করেন। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়গণ ফটোসেশনে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ পোস্টাল বিভাগীয় অফিসে মধ্যান্হ ভোজের চমৎকার আয়োজন সকলকে মুগ্ধ করে। হরেক পদের আয়োজনের মধ্যান্হ ভোজ শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মাননীয় মহাপরিচালক মহোদয় উভয় বিভাগের কর্মীদের অভিবাদন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। অতঃপর রানার্সআপ দল ময়মনসিংহ পোস্টাল বিভাগের অধিনায়ক জনাব সন্জিত চন্দ্র পন্ডিত এর হাতে রানার্সআপ ট্রফি ও বিজয়ী দল কিশোরগন্জ পোস্টাল বিভাগের অধিনায়ক জনাব মোঃ সাহেদুজ্জামান সরকারের হাতে চ্যাম্পিয়ান ট্রফি বিতরণের মাধ্যমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ময়মনসিংহ পোস্টাল বিভাগের বিভাগীয় অফিসের উন্নয়নমূলক দারুন সব কর্মকান্ডের রূপকার ডিপিএমজি জনাব সন্জিত চন্দ্র পন্ডিত এর সহজাত ও বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনায় প্রীতি ক্রিকেট ম্যাচটির সকল আয়োজন ছিল অত্যন্ত উপভোগ্য ও আকর্ষণীয়। মাননীয় মহাপরিচালক মহোদয়সহ ঢাকা ও রাজশাহী হতে আগত জ্যেষ্ঠ সকল স্যারগণের প্রতি কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মহাদয়গণের সদয় উপস্থিতি আয়োজনটিকে জাঁকজমক করে তুলেছে। এছাড়াও ময়মনসিংহ পোস্টাল বিভাগের সুপারসহ সকল সহকর্মী ও ময়মনসিংহ প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ সকল সহকর্মীগণকে কিশোরগন্জ পোস্টাল বিভাগের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। মাঠের এ দলগত প্রচেষ্টা নিশ্চিতভাবেই পারষ্পরিক সহমর্মিতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সকলকে আরও উৎসাহিত করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস