Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২১.০১.২০২৩ খ্রি: তারিখে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের ৬ রানে জয়
বিস্তারিত
গত ২১শে জানুয়ারি, ২০২৩ তারিখে কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের আয়োজেনে আঠারবাড়ি উপ-ডাকঘরের সার্বিক সহযোগীতায় আঠারবাড়ি হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত কিশোরগন্জ পোস্টাল বিভাগ ও ময়মনসিংহ পোস্টাল বিভাগের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচে ময়মনসিংহ পোস্টাল বিভাগকে কিশোরগন্জ পোস্টাল বিভাগ ৬ রানে পরাজিত করেছে। কিশোরগন্জ পোস্টাল বিভাগ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে ও ১৬ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। কিশোরগন্জ পোস্টাল বিভাগের তাড়াইল অফিসের অপারেটর নজরুল অর্ধশত রান করে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ইনিংসের শেষ দিকে ইউপিএম আনোয়ার ও অপারেটর আয়নালের ঝড়ো ব্যাটিংএ কিশোরগন্জ পোস্টাল বিভাগ চ্যালেন্জিং স্কোর গড়তে সক্ষম হয়। পরবর্তীতে কিশোরগন্জ পোস্টাল বিভাগের আটোসাটো বোলিংএ ময়মনসিংহ পোস্টাল বিভাগের ইনিংস ৭ উইকেটে ১৩৮ রানে থেমে যায়। ময়মনসিংহ পোস্টাল বিভাগের মোজাহিদ চমৎকার ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করেন। কিশোরগন্জ প্রধান ডাকঘরের সুমন এর ঘূর্ণি বলে ময়মনসিংহ পোস্টাল বিভাগের তিনজন ব্যাটসম্যান আউট হন। এছাড়াও সাজ্জাদ ও আনোয়ারও চমৎকার বোলিং করেছেন ও উভয়ই এক উইকেট সংগ্রহ করেছেন। বিধ্বংসী ব্যাটিং ও ক্ষুরধার বোলিং এবং দুইটি ক্যাচ ধরাসহ চমৎকার অলরাউন্ড নৈপুন্যের জন্য বাজিতপুর উপজেলার ইউপিএম আনোয়ারকে সর্বসম্মতিক্রমে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সন্জিত চন্দ্র পন্ডিত, ডিপিএমজি, ময়মনসিংহ পোস্টাল বিভাগ খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি আয়োজনে পরিদর্শক, পশ্চিম উপ-বিভাগ ও আঠারবাড়ি উপ-ডাকঘরের এসপিএম, অপারেটর সাজ্জাদসহ অন্যরা নিরলস পরিশ্রম করেছেন। এছাড়াও দূর দুরান্ত হতে অত্র বিভাগের বিভিন্ন ডাকঘরের সহকর্মীগণ এসে অনুষ্ঠানটিকে রঙ্গীন করেছেন। দলীয় আয়োজনের দারুন এ অভিজ্ঞতা কর্মক্ষেত্রে সকলকে উজ্জীবিত করবে ও নিশ্চিতভাবই তা স্মরণীয় হয়ে থাকবে বহুদিন করবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/01/2023
আর্কাইভ তারিখ
31/05/2026