কিশোরগঞ্জ পোস্টাল বিভাগ কর্তৃক ৯ই অক্টোবর বিশ্ব ডাক দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের মাননীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জনাব মো: সাহেদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের সহকারি পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার জনাব তাহমিনা মমতাজ। এছাড়াও বিভাগীয় অফিস ও কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের কর্মচারিগণ এবং কিশোরগঞ্জ পোস্টাল বিভাগের অধীন উপজেলা ও উপ-ডাকঘরসমূহের উপজেলা পোস্টমাস্টার ও অপারেটরগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে একটি আলোচনা সভা ও ডিজিটাল ডাক সেবার উপর একটি দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস